বইমেলা ২০২৪ এ আসছে রাগিব নিযামের "এক ডজন ভয়"



এবার নৃ প্রকাশন থেকে আসছে রাগিব নিযামের বারোটি ভৌতিক গল্পের সমন্বয়ে হরর গল্পের এক ডজন ভয়। এর আগে  রাগিব নিযামের ২০২১ সালে দ্য মিয়ানমার পোস্ট এবং  ২০২৩ সালে বাংলাদেশের অতিমানবেরা নামে দুটি বই প্রকাশিত হয়।


অত্যন্ত সুসংহত কলমের লেখক মোহাম্মদ রাগিব নিযাম ২০১২ সাল থেকে লেখালেখি করে আসছেন। তিনি বাংলাদেশে সুপরিচিত বাংলাদেশের অতিমানবেরা নামে একটি সিরিজ দিয়ে। এই সিরিজের গল্প গুলো দিয়েই তিনি বাংলাদেশে প্রথম একটি সুপারহিরো ইউনিভার্স মাধ্যমে এর কাছে মুখে দিয়েছেন সাহিত্যের এক অনন্য বার্তা।


এক ডজন ভয় বইটিতে তন্ত্র মন্ত্র, হন্টেড হাউস, গোর,  প্যারানরমাল ইত্যাদি হররের সাব জনারে কাজ করেছেন তিনি। এর মানে বারোটি ভিন্ন স্বাদের গল্পে বইটিকে তিনি সাজিয়েছেন।


শুধুমাত্র এটিই নয় তিনি নৃ প্রকাশনের সাথে তার হরর ইউনির্ভাস ফুললি শেয়ার করার চিন্তা ভাবনা করেছেন নৃ প্রকাশন থেকে। ওগুলো বেরবে সবগুলিই হররের উপর।


পাঠকদের প্রতি অনুরোধ রইল আপনারা যারা  বই কিনছেন বইমেলা ২০২৪ এ, পছন্দের লিস্টে রাখতে পারেন এই বইটি।


বইটির প্রি-অর্ডার লিংক- এখানে ক্লিক করুন

Comments

Popular posts from this blog

মস্তিষ্ক, ফাঁসি ও আমাদের আসাদুজ্জামান শাহিনঃ সমকালীন চিন্তাভাবনার সাক্ষাৎকার

পৃথিবীর সব সুর থেমে যাওয়ার পর কি হবে?