Posts

Showing posts from February, 2024

মস্তিষ্ক, ফাঁসি ও আমাদের আসাদুজ্জামান শাহিনঃ সমকালীন চিন্তাভাবনার সাক্ষাৎকার

Image
  কবি আসাদুজ্জামান শাহীন। একজন বিদ্রোহের মন্ত্রে উজ্জীবিত কবিতাযুদ্ধের সৈনিক। ২০২৪ বইমেলায় লিখেছেন "মস্তিষ্কের ফাঁসি চাই" শিরোনামে কাব্যগ্রন্থ। কিছু প্রশ্ন নিয়ে বইখবর হাজির হয়েছিলো তার দুয়ারে। চলুন কবির মূল্যবান কিছু কথা শুনে আসি। প্রশ্ন ১ মস্তিষ্কের ফাঁসি চাওয়া হলো কেনো? -আসলে প্রথমে মস্তিষ্কের ফাঁসি চেয়েছিলাম নিজের জন্যে, পরে পাঠকের জন্য। দেখুন, সমাজের এই যে অন্যায় অবিচার, জুলুম নির্যাতন,না পাওয়ার আক্ষেপ এই যে চারপাশে মানুষের এত   এত হাহাকার- এই সমস্ত আমাকে খুব ভাবায় খুব পীড়া দেয় মস্তিষ্কে, কিন্তু আমার না আছে কোন ঐশ্বরিক ক্ষমতা না আছে সামাজিক/রাষ্ট্রীয় ক্ষমতা। যে ক্ষমতা বলে আমি এসবের নিষ্কাশন করতে পারবো। একদিকে এই নিষ্কাশন করতে পারছি না অন্যদিকে মস্তিষ্কের জ্বালা বেড়েই চলেছে, ভাবনা চিন্তা পীরা দিয়েই যাচ্ছে, মনে হয় যেন আমি একটা মানসিক কয়েদখানায় আছি, সেই কয়েদখানা থেকে মুক্তি পেতেই আমি আমার মস্তিষ্কের ফাঁসি চেয়েছি, নিদেনপক্ষে যেন এই অপরাধবোধ, মস্তিষ্কের এই পীড়া থেকে বাঁচতে পারি। এবং যে সকল পাঠকেরা একইভাবে মস্তিষ্কের কয়েদখানায় আটক আছে তাদের জন্য এই ফাঁসির আহবান। প্রশ্ন ২